স্টাফ রিপোর্টার : পিরোজপুরে নিহত বাস চালক এমদাদুল হক কয়েস সরদারের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় পিরোজপুর বাস মালিক সমিতির শহরস্থ কার্যালয়ে বসে নিহত এমদাদুল হকের মা আনোয়ারা বেগমের হাতে সহায়তার ৩০ হাজার টাকা তুলে দেন পিরোজপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি ও পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি আলহাজ্ব মসিউর রহমান মহারাজ। এ সময় উপস্থিত ছিলেন, নিহতের স্ত্রী সীমু বেগম ও পুত্র তাসবীর হোসেন ও বাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন নান্না সহ অন্যান্য মালিক ও কর্মকর্তাবৃন্দ। প্রসঙ্গত বাস চালক এমদাদুল হক কয়েস সরদার গাড়ীতে বসে কাজ করা কালে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।

শনিবার ,
২১ এপ্রিল২০১৮ , বাংলা: ৮ বৈশাখ১৪২৫ , হিজরি: ৫ শাবান১৪৩৯