শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৪:১৮ পূর্বাহ্ন

শিরোনাম
পিরোজপুরে ভূয়া দরখাস্ত দিয়ে হয়রানির অভিযোগে এক শিক্ষকে সংবাদিক সম্মেলন “স্মার্ট পিরোজপুর ” বিনির্মাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী পিরোজপুরে শহীদ ফয়জুর রহমান আহমেদের ৫২ তম শাহাদাৎ বার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর নিদের্শে অসহায় কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিল পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ পিরোজপুরে মহান মে দিবস পালিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫৬ জন পেলো প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিলের চেক দুর্নীতি অভিযোগ ও “বাংলাদেশ জিন্দাবাদ” শ্লোগানকে কেন্দ্র করে পিরোজপুর বাস মালিক সমিতির সাধারণ সভা পন্ড পিরোজপুরে শিশু শ্রম পরিবীক্ষণ কমিটির সভা

টিকটকের মতো সেবা আনল ইউটিউব

শর্ট ভিডিও তৈরির সবচেয়ে জনপ্রিয় অ্যাপ টিকটক। বিশ্বজুড়ে এই অ্যাপের তুমুল সাফল্য দেখে একাধিক টেক জায়ান্ট এ ধরনের সেবা আনতে কাজ করছে। টিকটকের সঙ্গে এই প্রতিদ্বন্দ্বিতায় এবার নাম লেখালো ইউটিউব।

কোম্পানিটি শর্ট ভিডিও তৈরির অভিজ্ঞতা দিতে ‘ইউটিউব শর্টস’ নামক একটি সেবা উন্মোচন করেছে। এতে টিকটকের বেশকিছু জনপ্রিয় ফিচারের অনুরূপ ফিচার রাখা হয়েছে রয়েছে, যা স্পষ্টভাবেই টিকটককে চ্যালেঞ্জে ফেলার মতো। যেমন ভিডিও ফুটেজে টাইমার বা কাউন্টডাউন সেট করা যাবে। নিয়ন্ত্রণ করা যাবে রেকর্ডিং স্পিড। কয়েকটি ফুটেজ যুক্ত করে একটি ভিডিও বানানোরও সুবিধা রয়েছে। এছাড়া মিউজিকের বিশাল তালিকা থেকে যুক্ত করা যাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক।তবে টিকটকের ভিডিওর দৈর্ঘ্য যেখানে সর্বোচ্চ ৬০ সেকেন্ডে, সেখানে ইউটিউব শর্টসের ভিডিওর দৈর্ঘ্য হবে সর্বোচ্চ ১৫ সেকেন্ড।

ইউটিউব শর্টস বর্তমানে কেবল ভারতের ইউটিউব অ্যাপে পাওয়া যাবে। অন্যান্য দেশেও এই সেবা খুব শিগগির উন্মুক্ত করা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।

গত মাসে টিকটকের বিকল্প হিসেবে ‘রিলস’ নামের একটি ফিচার ইনস্টাগ্রামে চালু করেছে ফেসবুক। অন্যদিকে এ বছরের শেষের দিকে টিকটকের বিকল্প প্ল্যাটফর্ম আনার ঘোষণা দিয়েছে মোবাইল নির্মাতা কোম্পানি অপো।

শেয়ার করুন

© All rights reserved © 2017 gramersamaj.com
Design & Developed BY NCB IT