মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : পিরোজপুরে ৫ শত ৮০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে পিরোজপুর শহরের সিও অফিস চত্ত্বর থেকে পুলিশ নারী মাদক ব্যবসায়ী রাবেয়া আক্তার লিজা কে গ্রেপ্তার করে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল। গ্রেপ্তার রাবেয়া আক্তার লিজা (২৭) গোপালগঞ্জ জেলার কাশিয়ারীর চড়াইল এলাকার জেন্ডার আলী শেখের কন্যা। পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের সিও অফিস চত্ত্বর থেকে পুলিশ নারী মাদক ব্যবসায়ী রাবেয়া আক্তার লিজা কে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে তার কাছ থেকে ৫ শত ৮০ পিস ইয়াবা উদ্ধার করে এবং তাকে গ্রেপ্তার করে পিরোজপুর সদর থানায় নিয়ে আসে। ওসি নুরুল ইসলাম বাদল আরো জানান, গ্রেপ্তার নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।