বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১১:১৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : “আমরা সবাই সোচ্চার, বিশ^ হবে সমতার”- এই প্রতিপাদ্য বিষয়ের উপর জাতীয় কন্যা দিবস শিশু দিবসের এক আলোচনা সভা গতকাল বুধবার পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জাকির হোসেন, জেলা শিক্ষা অফিসার সুনীল চন্দ্র সেন, প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, শিক্ষক অসীম পাল, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসফিয়া আশরাফী প্রমুখ