বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:৫৭ অপরাহ্ন

পিরোজপুরে জেলা প্রশাসকের সাথে পুনর্গঠিত জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার : পুনর্গঠিত জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কর্মকর্তা ও সদস্যরা পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সাথে মঙ্গলবার এক সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন। এ সময় জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিকে কার্যকর করতে জনগণের মধ্যে দুর্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টি করতে হবে। এ কাজে দুর্নীতি প্রতিরোধ কমিটির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। দুর্নীতি দমন কমিশনের সহযোগী সংগঠন হিসাবে প্রতিরোধ কমিটি পিরোজপুর জেলায় গত এক যুগে যে প্রশংসার সাথে তৎপরতা দেখিয়েছে তা অব্যহত রাখতে হবে। এ ক্ষেত্রে পুনর্গঠিত কমিটি আরও সক্রিয় থাকবে বলে জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন। এই সাক্ষাতকার অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুনর্গঠিত জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম, সহ সভাপতি খান আলমগীর, সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা ও সদস্য রেজাউল ইসলাম শামীম। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজীব আহসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, সহকারী কমিশনার মো. ইয়াছিন খন্দকার প্রমুখ।

শেয়ার করুন

© All rights reserved © 2017 gramersamaj.com
Design & Developed BY NCB IT