মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : পিরোজপুরে বার্ষিক সমাপনী অনুষ্ঠান ও গ্রাহক সমাবেশ করেছে রূপালী ব্যাংক হুলারহাট শাখা। বুধবার বিকালে ব্যাংক কার্যালয়ে এ সমাপনী অনুষ্ঠান ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপালী ব্যাংক বরিশাল শাখার মহাব্যাবস্থাপক ও বিভাগীয় প্রধান মো: ইকবাল হোসেন খাঁ। রূপালী ব্যাংক হুলারহাট শাখার শাখা ব্যবস্থাপক মো: মিজানুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপালী ব্যাংক বরিশাল জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার রোকনুজ্জামান, রূপালী ব্যাংক পিরোজপুর জোনাল অফিসের সহকারী মহা-ব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মো: ফরহাদ হোসেন খান, পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মুহা. নজরুল ইসলাম শিকদার, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ইঞ্জিনিয়ার জিদান আহম্মেদ জসিম প্রমুখ। পরে এক প্রীতি ভোজের আয়োজন করা হয়।