শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৫:৩১ পূর্বাহ্ন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কদমতলা ইউপি চেয়ারম্যান সহ ১২ জন আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলা কদমতলা ইউনিয়নের কদমতলা বাজারে এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা বেগম। এ হামলায় গুরুত্বর আহত একজনকে আসঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।আহতরা হলো সাইদুল শেখ, সান্টু খান,মনির শেখ, শেখ এনামুল হক, সাগর খান, আ: লতিফ খান, স্বপন পাল, সাকিল খান সহ ৪ জন।
পিরোজপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা বেগম জানান, স্থানীয় ইউপি নির্বাচন কে সামনে রেখে তাদের প্রতিপক্ষ বাইজিদ হোসেনের নেতৃত্বে সিহাব বাহিনীর লোকজন তার স্বামী স্থানীয় ইউপি চেয়ারম্যান হানিফ খান সহ তার সাথে থাকা লোকজনের উপর হামলা চালিয়ে প্রথমে গুলি করে পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিড়ে জখম করে। আহতদের ভিতরে একজননের অবস্থা গুরুত্ব।
আহত সাকিল খান জানান, তাদের প্রতিপক্ষ লোকজন কদমতলা বাজারে হঠাৎ করে তাদের উপর হামলা চালিয়ে তাদের কুপিয়ে জখম করে।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসতিয়াক আহমেদ জানান, আহত রোগীদের ভিতরে একজনের মাথায় ধারালো অস্ত্রের আধাত থাকায় এবং গুরুত্বর থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া অন্য আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
তবে এ বিষয়ে পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।