শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৫:৩১ পূর্বাহ্ন

শিরোনাম
পিরোজপুরে ভূয়া দরখাস্ত দিয়ে হয়রানির অভিযোগে এক শিক্ষকে সংবাদিক সম্মেলন “স্মার্ট পিরোজপুর ” বিনির্মাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী পিরোজপুরে শহীদ ফয়জুর রহমান আহমেদের ৫২ তম শাহাদাৎ বার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর নিদের্শে অসহায় কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিল পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ পিরোজপুরে মহান মে দিবস পালিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫৬ জন পেলো প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিলের চেক দুর্নীতি অভিযোগ ও “বাংলাদেশ জিন্দাবাদ” শ্লোগানকে কেন্দ্র করে পিরোজপুর বাস মালিক সমিতির সাধারণ সভা পন্ড পিরোজপুরে শিশু শ্রম পরিবীক্ষণ কমিটির সভা

পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইউপি চেয়ারম্যান সহ আহত-১২


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কদমতলা ইউপি চেয়ারম্যান সহ ১২ জন আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলা কদমতলা ইউনিয়নের কদমতলা বাজারে এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা বেগম। এ হামলায় গুরুত্বর আহত একজনকে আসঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।আহতরা হলো সাইদুল শেখ, সান্টু খান,মনির শেখ, শেখ এনামুল হক, সাগর খান, আ: লতিফ খান, স্বপন পাল, সাকিল খান সহ ৪ জন।

পিরোজপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা বেগম জানান, স্থানীয় ইউপি নির্বাচন কে সামনে রেখে তাদের প্রতিপক্ষ বাইজিদ হোসেনের নেতৃত্বে সিহাব বাহিনীর লোকজন তার স্বামী স্থানীয় ইউপি চেয়ারম্যান হানিফ খান সহ তার সাথে থাকা লোকজনের উপর হামলা চালিয়ে প্রথমে গুলি করে পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিড়ে জখম করে। আহতদের ভিতরে একজননের অবস্থা গুরুত্ব।
আহত সাকিল খান জানান, তাদের প্রতিপক্ষ লোকজন কদমতলা বাজারে হঠাৎ করে তাদের উপর হামলা চালিয়ে তাদের কুপিয়ে জখম করে।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসতিয়াক আহমেদ জানান, আহত রোগীদের ভিতরে একজনের মাথায় ধারালো অস্ত্রের আধাত থাকায় এবং গুরুত্বর থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া অন্য আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
তবে এ বিষয়ে পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

© All rights reserved © 2017 gramersamaj.com
Design & Developed BY NCB IT