মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৫ পূর্বাহ্ন
পিরোজপুর পৌর আওয়ামীলীগের সভাপতি ও পিরোজপুর প্রেসক্লাবের সদস্য মো: জাহাঙ্গীর হোসেন নান্না পোদ্দার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ৩ টার দিকে ভারতের দিল্লীতে রাজীব গান্ধী স্পেশালিটি হাসপাতালে করোনা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি পুত্র-কন্যা সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এ কে এম এ আউয়াল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মো: হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য আলহাজ্ব মসিউর রহমান মহারাজ সহ রাজনৈতিক, সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।