বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:৫৫ অপরাহ্ন

রূপালী ব্যাংক লিমিটেড বঙ্গবন্ধু পরিষদ পিরোজপুর আঞ্চলিক কমিটি গঠন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রূপালী ব্যাংক লিমিটেড বঙ্গবন্ধু পরিষদ, পিরোজপুর আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। রূপালী ব্যাংক লিমিটেড, হুলারহাট শাখার ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমানকে সভাপতি ও পুটিয়াখালি বন্দর শাখার ব্যবস্থাপক সৈয়দ আরিফুর রহমানকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেন রূপালী ব্যাংক লিমিটেড বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃসুজাত আলী (জাকারিয়া) ও সাধারন সম্পাদক আল্লামা ইকবাল রানা। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন কার্যকরী সভাপতি-কৌড়িখাড়া শাখার ব্যবস্থাপক জনাব শাহরিয়ার হোসেন, সহ-সভাপতি- হুলারহাট শাখার প্রিন্সিপাল অফিসার মোঃ মামুনুর রশীদ, সহ-সভাপতি-কাউখালী শাখার ব্যবস্থাপক মোঃ মাহমুদুল হোসাইন, সহ-সভাপতি-পিরোজপুর কর্পোরেট শাখার সিনিয়র অফিসার মোঃ এস এম রকিবুল হাসান, যুগ্ম সাধারন সম্পাদক- কাঠালিয়া শাখার ব্যবস্থাপক মোঃ নাঈম আহম্মেদ, যুগ্ম সাধারন সম্পাদক- পিরোজপুর জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার মিহির দাস, যুগ্ম সাধারন সম্পাদক- পিরোজপুর কর্পোরেট শাখার সিনিয়র অফিসার খাইরুন জাহান, সহ সাধারন সম্পাদক- ইন্দেরহাট শাখার সিনিয়র অফিসার মোঃ আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক- হুলারহাট শাখার সিনিয়র অফিসার এ এস এম সোলায়মান, কোষাধ্যক্ষ- ইন্দুরকানি শাখার সিনিয়র অফিসার বিপ্লব মন্ডল, কার্যালয় সম্পাদক- ঝালকাঠি কর্পোরেট শাখার সিনিয়র অফিসার বিকাশ চন্দ্র সিকদার, প্রচার সম্পাদক- স্বরূপকাঠি শাখার সিনিয়র অফিসার মোঃ মাইনুল হক মিতুল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইন্দেরহাট শাখার অফিসার মোঃ আলী হায়দার, ক্রীড়া সম্পাদক- কৌড়িখাড়া শাখার সিনিয়র অফিসার অভিষেক ঘরামী, সাংস্কৃতিক সম্পাদক পুটিয়াখালী বন্দর শাখার সিনিয়র অফিসার মোঃ আজিজুল হক, মহিলা বিষয়ক সম্পাদক- কাউখালী শাখার সিনিয়র অফিসার জেরিন নিপা, নির্বাহী সদস্য- পিরোজপুর জোনাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ আফজাল হোসেন, নির্বাহী সদস্য-পিরোজপুর জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার মোঃ হাফিজুর রহমান, নির্বাহী সদস্য-পুটিয়াখালী বন্দর শাখার সিনিয়র অফিসার আঃ সবুর হাওলাদার।
সভাপতি মোঃ মিজানুর রহমান জানান, রূপালী ব্যাংক লিমিটেড জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নপূরণে নিবেদিত একটি লাল সবুজ ব্যাংক। নতুন প্রজন্মের মাঝে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ছড়িয়ে দেওয়া লক্ষ্যে নবগঠিত কমিটি বঙ্গবন্ধুর আদর্শিত সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে এবং শীঘ্রই পিরোজপুর অঞ্চলের পুর্নাংগ কমিটি গঠন করা হবে।

শেয়ার করুন

© All rights reserved © 2017 gramersamaj.com
Design & Developed BY NCB IT