মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সাথে বৃক্ষ রোপন করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক পিরোজপুরে কোটা আন্দোলনকারীদের হামলায় নিহত স্বেচ্ছাসেবকলীগের নেতাদের নিহতের জন্য দোয়া মোনাজাত পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন খেটে খাওয়া দিনমজুর ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পিরোজপুর জেলা আওয়ামীলীগ কোটা আন্দোলনকারীদের হামলায় ছাত্রলীগের নেতা সাবাত আহত পিরোজপুরে রূপালী ব্যাংকের গ্রাহক সচেতনতা সপ্তাহ পালন আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে যুবলীগের আয়োজনে বৃক্ষ রোপন ও খাদ্য বিতরণ ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য কমিউনিটি পরিচালিত খাদ্য সহায়তা কর্মসূচী’র উদ্বোধন তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে পিরোজপুরে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ পিরোজপুরে মহান মে দিবস পালিত

পিরোজপুর সদর উপজেলায় পারিবারিকসহ নানা বিরোধের জের ধরে আহত ৫

পিরোজপুর সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরসহ নানা বিরোধের জের ধরে ৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে টোনা ইউনিয়নের ওদনকাঠী গ্রামে। এ ঘটনায় ওদনকাঠী গ্রামের মোঃ নজরুল ইসলাম কাজী পুত্র মোঃ শাহিন কাজী বাদী হয়ে শনিবার সকালে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। আহতরা হলেন, মোঃ নজরুল ইসলাম কাজী পুত্র মোঃ সুমন কাজী (৩৫), মো: মুনান কাজী (৩২), মোঃ মহিম কাজী (২৬), মোঃ রহিম কাজী (২৪), মোঃ নাঈম গাজী (২০), মৃত মো: মতি কাজীর পুত্র মো: এনাম কাজী (৪৫), মৃত ইদ্রিস হাওলাদারের পুত্র মোঃ ফরিদ হাওলাদার (২৬)।

মামলা ও আহতের পরিবার সূত্রে জানা যায়, পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠী গ্রামে পারিবারিক বিরোধের জেরসহ নানা বিরোধ সংক্রান্ত বিষয় নিয়ে আসামীরা বাড়িতে ঢুকে দলবদ্ধভাবে গালাগালি শুরু করে। তাতে বাধা দেয়ায় ২ নং বিবাদি মো: শাহিদুল ইসলাম কাজীর পুত্র মো: মিরাজ কাজীর হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে কোপ দিলে মোঃ নজরুল ইসলাম কাজির পুত্র মো: মুনান কাজী (৩২) আহত হয়। তাকে বাঁচাতে ঘটনাস্থলে আরো কয়েকজন এগিয়ে গেলে তাদেরকেও কোপ দেয় আসামীরা। এবং জিআইপাইপসহ আসামীরা আহতদের আঘাত করলে তারা গুরুত্বর হাড় ভাঙ্গা রক্তাক্ত জখম হয়। মামলার বাদি মোঃ নজরুল ইসলাম কাজী পুত্র মোঃ শাহিন কাজী গাছ বিক্রি করে বাড়িতে এসে ঝামেলা দেখে সবাইকে শান্ত হতে বললে ৩নং বিবাদী শহিদুল ইসলাম কাজীর পুত্র মো: জুয়েল কাজী তার উপর হামলা চালিয়ে তার সাথে থাকা ১ লাখ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে আহতদের শারীরিক অবস্থার অবনতি দেখে অন্যান্য সাক্ষীদের সহযোগিতায় চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।

এ ব্যাপারে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আেইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

© All rights reserved © 2017 gramersamaj.com
Design & Developed BY NCB IT