মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৫ পূর্বাহ্ন
পিরোজপুর সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরসহ নানা বিরোধের জের ধরে ৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে টোনা ইউনিয়নের ওদনকাঠী গ্রামে। এ ঘটনায় ওদনকাঠী গ্রামের মোঃ নজরুল ইসলাম কাজী পুত্র মোঃ শাহিন কাজী বাদী হয়ে শনিবার সকালে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। আহতরা হলেন, মোঃ নজরুল ইসলাম কাজী পুত্র মোঃ সুমন কাজী (৩৫), মো: মুনান কাজী (৩২), মোঃ মহিম কাজী (২৬), মোঃ রহিম কাজী (২৪), মোঃ নাঈম গাজী (২০), মৃত মো: মতি কাজীর পুত্র মো: এনাম কাজী (৪৫), মৃত ইদ্রিস হাওলাদারের পুত্র মোঃ ফরিদ হাওলাদার (২৬)।
মামলা ও আহতের পরিবার সূত্রে জানা যায়, পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠী গ্রামে পারিবারিক বিরোধের জেরসহ নানা বিরোধ সংক্রান্ত বিষয় নিয়ে আসামীরা বাড়িতে ঢুকে দলবদ্ধভাবে গালাগালি শুরু করে। তাতে বাধা দেয়ায় ২ নং বিবাদি মো: শাহিদুল ইসলাম কাজীর পুত্র মো: মিরাজ কাজীর হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে কোপ দিলে মোঃ নজরুল ইসলাম কাজির পুত্র মো: মুনান কাজী (৩২) আহত হয়। তাকে বাঁচাতে ঘটনাস্থলে আরো কয়েকজন এগিয়ে গেলে তাদেরকেও কোপ দেয় আসামীরা। এবং জিআইপাইপসহ আসামীরা আহতদের আঘাত করলে তারা গুরুত্বর হাড় ভাঙ্গা রক্তাক্ত জখম হয়। মামলার বাদি মোঃ নজরুল ইসলাম কাজী পুত্র মোঃ শাহিন কাজী গাছ বিক্রি করে বাড়িতে এসে ঝামেলা দেখে সবাইকে শান্ত হতে বললে ৩নং বিবাদী শহিদুল ইসলাম কাজীর পুত্র মো: জুয়েল কাজী তার উপর হামলা চালিয়ে তার সাথে থাকা ১ লাখ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে আহতদের শারীরিক অবস্থার অবনতি দেখে অন্যান্য সাক্ষীদের সহযোগিতায় চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।
এ ব্যাপারে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আেইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।