মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ন
করোনা কালীন পরিস্থিতিতে পিরোজপুরে জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের পক্ষ থেকে কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্যদ্রব্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান গাজী, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ গুহ, পিরোজপুর ক্রিকেট একাডেমির সাধারন সম্পাদক আজমল হুদা নিঝুম।
এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি জনাব লিটন কৃষ্ণ কর, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুন সিকদার, সহ-সাংগঠনিক সম্পাদক আল মামুন খান, জেলা শাখার সভাপতি মোঃ নাজমুল হুদা মিথুন, সিনিয়র যুগ্ম সম্পাদক সারমিন সুলতানা, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, সদর উপজেলা শাখার সহ-সভাপতি কানিজ সুলতানা, সিনিয়র যুগ্ম সম্পাদক মানিক লাল শীল, মহিলা বিষয়ক সম্পাদক হামিদা আক্তার সহ উপজেলা ও জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এ সময় শতাধিক কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেল, পিয়াজ, আলু, চিড়া, চিনি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুন সিকদার বলেন, আমরা জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন এর পক্ষ থেকে করোনা মাহামারিতে লকডাউনে কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার চেষ্টা করেছি। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি তবে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। আমরা অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে কাজ কওে যাবো।