মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সাথে বৃক্ষ রোপন করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক পিরোজপুরে কোটা আন্দোলনকারীদের হামলায় নিহত স্বেচ্ছাসেবকলীগের নেতাদের নিহতের জন্য দোয়া মোনাজাত পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন খেটে খাওয়া দিনমজুর ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পিরোজপুর জেলা আওয়ামীলীগ কোটা আন্দোলনকারীদের হামলায় ছাত্রলীগের নেতা সাবাত আহত পিরোজপুরে রূপালী ব্যাংকের গ্রাহক সচেতনতা সপ্তাহ পালন আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে যুবলীগের আয়োজনে বৃক্ষ রোপন ও খাদ্য বিতরণ ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য কমিউনিটি পরিচালিত খাদ্য সহায়তা কর্মসূচী’র উদ্বোধন তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে পিরোজপুরে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ পিরোজপুরে মহান মে দিবস পালিত

পিরোজপুরে জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা-ভাংচুর

পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বারী তালুকদার জয়েন এর বাড়ীতে সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। সোমবারদিবগত রাত ১২ টার পরপরই পিরোজপুর পৌর শহরের সিআইপাড়াস্থ তাদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
হামলাকারীরা এ সময় বাড়ির সামনের গেট ভেঙ্গে ভিতরে প্রবেশের চেষ্টা করে এবং বাড়িরে বাহিরে থেকে ইট-পাটকেল নিক্ষেপ করে বাড়ির জিনিসপত্র ভাংচুর করে।
পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব জানান, রাত ১২.৮ মিনিটের দিকে দুইটি মটোরসাইকেলে করে  পিরোজপুরের চিহ্নিত সন্ত্রাসী সোহাগ সিকদার সহ ৫ জনের সন্ত্রাসী বাহিনী তার বাড়ির সামনে এসে তাদের গালাগালি করতে শুরু করে। পরে তারা তার বাড়ির কেচি গেট ভেঙ্গে ভিতরে প্রবেশের চেষ্টা করে । বাড়ির ভিতরে প্রবেশ না করতে পেরে তারা বাড়ির বাহিরে থেকে ইট-পাটকেল ছুড়ে মেরে ঘরের ভিতরের আসবারপত্র ভাংচুর করে এবং বাড়ির সামনের ভাংচুর করে। যা তার বাড়ির সিসি ক্যামেরায় ভিডিও ফুটেজ আকারে আছে। 
জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বারী তালুকদার জয়েন অভিযোগ করে জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারনেই একটি মহল কিছু চিহ্নিত সন্ত্রাসী দিয়ে তাদের বাড়িতে হামলা চালিয়েছে।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি নরুল ইসলাম বাদল জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ।
এদিকে জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব এর বাড়িতে হামলার প্রতিবাদে ও বিচারের দাবীতে শহরের টাউন ক্লাব মিলনায়তে জরুরী বৈঠক করে জেলা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। সেখানে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ব্যবসায়ীরা জানান পুলিশ অভিলম্বে এ সন্ত্রাসীদের গ্রেপ্তরা না করেলে পিরোজপুর জেলার সকল দোকান-পাট বন্ধ করে তারা প্রতিবাদ জানাবে।

শেয়ার করুন

© All rights reserved © 2017 gramersamaj.com
Design & Developed BY NCB IT