বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:৩২ অপরাহ্ন
পিরোজপুরে জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীবের বাড়িতে হামলার ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ উপর গুলি ও বোমা নিক্ষেপ সহ কয়েকদি;ন ধরে সন্ত্রাসী বাহিনী কর্তৃক ছাত্রলীগ নেতা, স্বেচ্ছাসেবকলীগ নেতাদের বাড়ি ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ নেতাকর্মীদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের টাউন ক্লাব মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে বিলাশ চত্ত্বরে এসে বিক্ষোভ সমাবেশস্থেলে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মন্টু সিকদার, ৭ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, জেলা শ্রমিক লীগের সভাপতি মজনু তালুকদার, জেলা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মেরাজ শরীফ, ৪ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম সিকদার, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ রানা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু, পৌর ছাত্রলীগের সভাপতি আসিফ ইকবাল, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক বারী তালুকদার জয়েন, ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান জুম্মানসহ জেলা, উপজেলা, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগের নেতৃবৃন্দ ও জেলা ব্যবসায়ী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ।
প্রসঙ্গত, সোমবার (৩ মে) রাতে পৌর শহরের উকিলপাড়ায় পৌর যুবলীগের সাধারণ ফয়সাল মাহবুব শুভ’র উপর গুলি ও বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এর পরপরই রাতে শহরের সিআই পাড়া এলাকায় জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিবের বাড়িরে হামলা চালায় সন্ত্রাসীরা ।