মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সাথে বৃক্ষ রোপন করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক পিরোজপুরে কোটা আন্দোলনকারীদের হামলায় নিহত স্বেচ্ছাসেবকলীগের নেতাদের নিহতের জন্য দোয়া মোনাজাত পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন খেটে খাওয়া দিনমজুর ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পিরোজপুর জেলা আওয়ামীলীগ কোটা আন্দোলনকারীদের হামলায় ছাত্রলীগের নেতা সাবাত আহত পিরোজপুরে রূপালী ব্যাংকের গ্রাহক সচেতনতা সপ্তাহ পালন আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে যুবলীগের আয়োজনে বৃক্ষ রোপন ও খাদ্য বিতরণ ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য কমিউনিটি পরিচালিত খাদ্য সহায়তা কর্মসূচী’র উদ্বোধন তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে পিরোজপুরে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ পিরোজপুরে মহান মে দিবস পালিত

পিরোজপুর ইয়ূথ সোসাইটি’র ‘মানবিক যোদ্ধাদের’ ঈদ উপহার

কোভিড-১৯ মহামারী চলাকালীন সময়ে প্রথম ধাপে পিরোজপুর ইয়ূথ সোসাইটি’র বিভিন্ন মানবিক কার্যক্রমে স্বীকৃতি যারা বিশেষ ভূমিকা রেখেছেন তাদের স্বীকৃতি হিসেবে ঈদ উপহার প্রদান করা হয়েছে । আজ বুধবার রাতে পিরোজপুর ইয়ূথ সোসাইটির কার্যালয়ে এ স্বীকৃতি এ আর্থিক ঈদ উপহার তুলে দেয়া হয়। পিরোজপুর ইয়ূথ সোসাইটি সংগঠনের ১১ জনকে এ অর্থিক ঈদ উপহার তুলে দেয়া হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি খালিদ আবু, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, পিরোজপুর জেলা অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাপদ তামিম সরদার, পিরোজপুর ইয়ূথ সোসাইটির প্রধান সমন্বয়ক হাসিবুল ইসলাম হাসান, সহ সোসাইটির অন্যান্য সহ-সমন্বয়ক ও সদস্যবৃন্দ।

সংগঠনটির প্রধান সমন্বয়ক হাসিবুল ইসলাম হাসান জানান, আমরা পিরোজপুর ইয়ূথ সোসাইটি করোনা মহামারীসহ বিভিন্ন সময়ে সামাজিক বিভিন্ন কার্যক্রম করে থাকি। সেই মানবিক কার্যক্রমে যারা বিশেষ ভূমিকা রেখেছেন তাদের ঈদ উপহার দিয়েছে পিরোজপুর ইয়ূথ সোসাইটি। এছাড়াও আমরা রমজান মাস ব্যাপী ইফতার বিতরণ, পথ শিশুদের বিভিন্ন সময় বস্ত্র বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদান, ইন্টারনেটের নিরাপদ ব্যাবহার, বৃক্ষরোপন কর্মসূচী করে থাকি।

শেয়ার করুন

© All rights reserved © 2017 gramersamaj.com
Design & Developed BY NCB IT