মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন
পিরোজপুর সদর উপজেলার কদমতলায় সংঘর্ষ, কুমারখালী এলাকায় স্বেচ্ছাসেবকলীগ নেতাদের বাড়ি ভাংচুর, পৌর যুবলীগের সাধারণ সম্পাদকের উপর গুলি ও বোমা নিক্ষেপ সহ কয়েকটি মামলার পলাতক ৯ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে তাদের গ্রেপ্তার করে পিরোজপুর সদর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো জাকির হোসেন লাবু (২৮), সোহান সরদার (২৮), হাসিবুর রহমান মিল্লাত (২৫), রুবেল শেখ (৩০), মিরাজ শেখ (৩০), আরাফত শেখ (৩৫), পারভেজ মাঝি (২৫), রুস্তুম মাঝি (৫২) ও সবুজ শেখ (২৬)।
পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো: মাসুদুজ্জামান জানান, পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের দফায় দফায় সংঘর্ঘের ঘটনরায়, কুমারখালী এলাকায় স্বেচ্ছাসেবকলীগ নেতাদের বাড়ি ভাংচুর, পৌর যুবলীগের সাধারণ সম্পাদকের উপর গুলি ও বোমা নিক্ষেপ সহ কয়েকটি মামলার পলাতক ৯ জন আসামীদের সোমবার দিবাগত রাতে সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও এ সকল মামলায় অন্য সকল আসামীদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ এবং গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।