বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১১:৩২ পূর্বাহ্ন
পিরোজপুরে উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিগণের দুই দিন ব্যাপী ১ম ব্যাচের (পিরোজপুর সদর ও ইন্দুরকানি উপজেলা) ই-নথি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে জুমের মাধ্যমে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক, পিরোজপুর আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। প্রধান অতিথি জুমের মাধ্যমে সংযুক্ত হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম প্রশিক্ষণের উদ্দিশ্য ও প্রশিক্ষণার্থীদের দিকনির্দেশনা প্রদান করেন। এসময় পিরোজপুর সদর ও ইন্দুরকানি উপজেলার কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।