মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৪ পূর্বাহ্ন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় গাঁজা সহ সোহাগ ও মিজান নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ সোমবার দুপুরে ভান্ডারিয়া উপজেলা ইকড়ি বাস ষ্ট্যান্ড সংলগ্ন বোর্ড স্কুল এলাকা থেকে তাদেরকে ৫০০ গ্রাম গাঁজা গাঁজাসহ গ্রেপ্তার করা হয় বলে জানান পিরোজপুর ডিবি পুলিশের ওসি মো: জাকারিয়া।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ী সোহাগ বেপারী (২২) ভান্ডারিয়া উপজেলার ইকড়ি গ্রামের এনায়েত বেপারীর ছেলে এবং মিজান সরদার (২৯) ভান্ডারিয়া উপজেলার সিংহখালী গ্রামের মৃত আব্দুর রশীদ সরদারের ছেলে।
পিরোজপুর ডিবি পুলিশের ওসি মো: জাকারিয়া জানান, ভান্ডারিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহাগ ও মিজানকে আপককের জন্য ক্রেতা সেজে একজন ডিবি পুলিশের লোক তাদের কাছে মাদক ক্রয় করতে যায়। এ সময় ইকড়ি বাস ষ্ট্যান্ড সংলগ্ন বোর্ড স্কুল এলাকায় সোহাগ ও মিজান ৫০০ গ্রাম গাঁজা নিয়ে তাদের কাছে আসছে সেই গাঁজা সহ তাদের গ্রেপ্তার করা হয়।
ওসি মো: জাকারিয়া আরো জানান, গ্রেপ্তার মাদক ব্যবসায়ী সোহাগ ও মিজানের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।