মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৬ পূর্বাহ্ন
পিরোজপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল ও স্বাস্থ্য বিভাগের সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পিরোজপুর আবু আলী মো: সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব হুমায়ুন কবির, প্রেসক্লাবের আহবায়ক গৌতম রায় চৌধুরী।
এসময় বক্তারা তামাক সেবনের ফলে মানব দেহের বিভিন্ন ক্ষতিকারক দিক নিয়ে আলোচনা করেন। কিভাবে তামাক মুক্ত সমাজ গঠন করা যায় তামাকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা করা যায় এ বিষয়ে আলোচনা করেন। এ সময় বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা, সাংবাদিক, সুশিল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।