বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:১৫ অপরাহ্ন

পিরোজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে

“ প্রতিদিন এক গ্লাস দুধ পান করুন- রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন “- এ প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আজ পিরোজপুরে বিশ্ব দুগ্ধ দিবস বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষে মৎস্য ও প্রানিসম্পদ কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালী, আলোচন সভা ও সরকারি শিশু পরিবারের ৮০ জন এতিম কন্যা শিশুদের মধ্যে দুধ বিতরনসহ বিভিন্ন কর্মসুচী পালিত হয়েছে। পরে জেলা সার্কিট হাউজ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরি রওশন ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন ভুঞা। এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা এমএ বারী, মুক্তিযোদ্ধা গৌতম রায় চৌধুরি, সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম ও দুজন গরুর খামারিমসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও খামার মালিকগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

© All rights reserved © 2017 gramersamaj.com
Design & Developed BY NCB IT