মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :
পিরোজপুর পৌরশহরের আখরাবাড়ী এলাকার শ্রীশ্রী মদনমোহন জিউর মন্দিরের নতুন কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সুনীল কুমার চক্রবর্তী কে সভাপতি ও গৌতম কুমার সাহা (কালা) কে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়াও কমিটিতে সহ-সভাপতি পদে প্রফুল্ল কুমার পাল, দেবাশীষ গুহ, অর্ধেন্দু শেখর দাস, যুগ্ম সাধারণ সম্পাদক দোলা রানী গুহ, কমল কৃষ্ণ দাস, দপ্তর সম্পাদক রতন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক সুমন সাহা, কোষাধ্যক্ষ বাসুদেব সাহা, প্রচার সম্পাদক রাজু দাস, সাংস্কৃতিক সম্পাদক শিশির মিস্ত্রী, সমাজকল্যাণ সম্পাদক বিকাশ কর্মকার, মহিলা বিষয়ক সম্পাদক শিলা রানী সাহা, সদস্য পলাশ বিশ^াস, দিপন সাহা, শিব নারায়ন দত্ত, নারায়ন সাহা, মানিক সাহা, সুভ্র দাস, বলাই সাহা, দিপঙ্কর রায়, চিত্ত সাহা, লিটন বসু ও নিখিল সাহা মন্টা।