মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৬ পূর্বাহ্ন
গুম হয়ে যাওয়া ব্যাক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম দিবসে পিরোজপুরে গুম হয়ে যাওয়া কলেজ ছাত্র আল- মুকাদ্দাস কে ফিরে পেতে মানববন্ধন করেছে তার পরিবারের সদস্যরা। আজ সোমবার সকালে শহরের টাউন ক্লাব সড়কে পিরোজপুর হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স ফোরাম এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পিরোজপুর সদর উপজেলার খানাকুনিয়ারীর এলাকার মাওলানা আব্দুল হালিমের পুত্র ২০১২ সালের ০৪ ফেব্রুয়ারী কুষ্টিয়া বিশ^বিদ্যালয়ের ছাত্র আল-মুকাদ্দাস বাস যোগে ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাভারের নবীনগর এলাকা থেকে বাস থেকে নামিয়ে জিজ্ঞাসা বাদের জন্য নিয়ে যায়। পরবর্তিতে অনেক খোঁজা-খুজির পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে পরিবারের সদস্যরা আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করলেও এখন পর্যন্ত বিশ^বিদ্যালয়ের ছাত্র আল-মুকাদ্দাসের কোন সন্ধান পায়নি তার পরিবারের সদস্যরা।
বক্তারা এ সময় আরো বলেন, অধিকার নামের একটি সংগঠনের তথ্য অনুযায়ী ২০০৯ সালের ১ লা জানুয়ারী থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত সারা দেশে ৬০৩ জন মানুষ গুম হয়েছে। বিশ^বিদ্যালয়ের ছাত্র আল-মুকাদ্দাস সহ অন্য গুম ব্যাক্তিদের সন্ধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে তাদের পরিবারের সদস্যরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, গুম হওয়া বিশ^বিদ্যালয়ের ছাত্র আল-মুকাদ্দাসের বাবা মাওলানা আব্দুল হালিম, পিরোজপুর হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্সের সদস্য আব্দুল হাই, আল-মুকাদ্দাসের ভাই মোর্কারম হোসাইন জারীর সহ পরিবারের সদস্যরা।