বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১০:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
বরিশালে সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ছাত্রলীগের সাবেক নেতা মামুন বিন সাত্তারের দাফন সম্পন্ন পিরোজপুরে জাতীয় সংবিধান দিবস পালিত পিরোজপুরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত পিরোজপুরে কমিউনিটি পুলিশিং ডে -২০২৩ উদযাপন পিরোজপুরে শেখ কামাল বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু পিরোজপুরে হরতালের প্রতিবাদে আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও মিছিল : জণগন মানছে না হরতাল বরিশাল বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত পিরোজপুরের জেলা প্রশাসক জাহেদুর রহমান প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি পিরোজপুরে চাঞ্চল্যকর তিন হত্যা মামলার রহস্য উদঘাটন : আসামীদের গ্রেফতার

দুদকের মামলায় পিরোজপুরের মেয়র দম্পতির শুনানি ৬ সেপ্টেম্বর

পিরোজপুর মেয়র দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলার তারিখ ধার্য করেছেন জেলা দায়রা জজ। রোববার (২৯ আগস্ট) জেলা দায়রা জজ মো. মুহিদুজ্জামানের আদালত ৬ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেন। ২৮ মার্চ দুই মামলায় মেয়র দম্পতি উচ্চ আদালত থেকে জামিন নেন।জানা গেছ, পিরোজপুর জেলা আওয়ামী লীগ সহসভাপতি পৌর মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নিলা রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে ১৮ মার্চ পৃথক দুটি মামলা করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। এক মামলায় মেয়র ও তার স্ত্রী এবং অন্যটিতে মেয়রসহ পৌরসভার ২৭ কর্মকর্তা-কর্মচারীদের অভিযুক্ত করা হয়। দুদকের সমন্বিত কার্যালয় বরিশালে এ মামলা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আলী আকবর বাদী হয়ে মামলা দু’টি করেন। একটি মামলায় মেয়র ও তার স্ত্রীকে অভিযুক্ত করে জ্ঞাত আয়বর্হিভূত ৩৬ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৯৩২ টাকার সম্পদ এবং অন্যটিতে মেয়র ও কাউন্সিলর আব্দুস সালামসহ ২৭ জনের বিরুদ্ধে নিয়োগে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করে মেয়র হাবিবুর রহমান মালেক বলেন, তাকে ও পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তার জনপ্রিয়তাকে ভয় পেয়েই প্রতিপক্ষেরা তার বিরুদ্ধে  এই ষড়যন্ত্র মূলক মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

© All rights reserved © 2017 gramersamaj.com
Design & Developed BY NCB IT