গ্রামের সমাজ ডেস্ক
- ২৯ সেপ্টেম্বর, ২০২১ / ৫৭৭ জন দেখেছেন
জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষ্যে সরকারি শিশু পরিবারের মাঝে খাবার বিতরণ করেছে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ। মঙ্গলবার দুপুরে সরকারি শিশু পরিবার (বালিকা) মিলনায়তনে খাবার বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা ও সাধারণ সম্পাদক সুমন সিকদার সার্বিক তত্ববধায়নে আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ, মৃনাল কান্তি দত্ত, সাংগঠনিক সম্পাদক শুভদীপ শিকদার শুভ, আজমল হুদা নিঝুম, মান্নান সাইফুল, প্রচার সম্পাদক শওকত খান, দপ্তর সম্পাদক শাকিল শিকদার অপু, সমাজ কল্যাণ সম্পাদক অমিত বিশ্বাস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জুবায়ের মিন, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. ইসমত আরা রিমু, সদস্য মোঃ আতিকুল ইসলাম হিরা প্রমুখ।