বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:৫৯ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পিরোজপুরে কেক কাটা, দোয়া ও দুস্থদের খাবার বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নিজস্ব উদ্যোগে এ আয়োজন করেন পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আজমীর হোসেন মাঝি।

এ সময় ২ শতাধিক দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। বিতরনকালে ইউপি সদস্য ও মহিলা ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়াও জেলায় বিভিন্ন উপজেলায় নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত হয়েছে। জন্মদিন উপলক্ষে বিশেষ গণটিকা কার্যক্রমে পিরোজপুর জেলার ৩টি পৌরসভা, ৭টি উপজেলা ও ৫২টি ইউনিয়নে মোট ৮২ হাজার ৫০০ জনকে টিকা দেয়া হয়েছে এবং মানুষ দূর্যোগপূর্ণ আবহাওয়ায় সতস্ফুর্ত ভাবেই টিকা গ্রহন করছে।

শেয়ার করুন

© All rights reserved © 2017 gramersamaj.com
Design & Developed BY NCB IT