মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ পিরোজপুর জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ. কে. এম. এ. আউয়াল।
জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপিকা লায়লা পারভীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিদা বারেক এর সঞ্চালনায় জেলা, বিভিন্ন উপজেলা ও পৌর মহিলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মঠবাড়িয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের বর্ধিত সভা ১৫ অক্টোবর, ভান্ডারিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের বর্ধিত সভা ১৬ অক্টোবর, কাউখালী উপজেলা মহিলা আওয়ামীলীগের বর্ধিত সভা ১৭ অক্টোবর, নেছারাবাদ উপজেলা মহিলা আওয়ামীলীগের বর্ধিত সভা ১৯ অক্টোবর, নাজিরপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের বর্ধিত সভা ২২ অক্টোবর, ইন্দুরকানী উপজেলা মহিলা আওয়ামীলীগের বর্ধিত সভা ২৫ অক্টোবর এবং আগামী ১০ দিনের মধ্যে পৌরসভা মহিলা আওয়ামীলীগ গঠন করে পিরোজপুর সদর ও পৌরসভা মহিলা আওয়ামীলীগের সম্মেলন ১০ নভেম্বর তারিখের মধ্যে করার সিদ্ধান্ত গৃহিত হয়।