বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:০৪ অপরাহ্ন

পিরোজপুরে বাল্য বিবাহ নিরোধে বিভিন্ন বিদ্যালয়ের বালিকা শিক্ষার্থীদের শপথ করালেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার : পিরোজপুরে বাল্য বিবাহ নিরোধ কল্পে বিশেষ উঠান বৈঠকে বিভিন্ন বিদ্যালয়ের বালিকা শিক্ষার্থীদের শপথ করালেন জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন।
বুধবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দূর্গাপূর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে তিনি প্রধান অতিথি হিসেবে এ শপথ বাক্য পাঠ করান।
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মজিবুর রহমান খালেক, সদর থানার অফিসার ইনচার্জ আ. জা. মো: মাসুদুজ্জামান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার, ৩নং দূর্গাপূর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চাঁন মিয়া মাঝি।
সভায় বক্তারা বলেন, সন্তানদের বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক হতে হবে। শিক্ষার্থীদের নিজেদের সতর্ক হতে হবে। শিক্ষাকে গুরুত্ব দিলে আমরা একটি সুশিক্ষিত জাতি পাব। যেকোন সমস্যায় প্রশাসনকে সংবাদ দিলে তারা দ্রুত ব্যবস্থা গ্রহন করবে। এসময় ৫টি বিদ্যালয়ের বালিকা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

© All rights reserved © 2017 gramersamaj.com
Design & Developed BY NCB IT