বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক মানের ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৩ বছরে রুপান্তরে অযৌক্তিক ও আত্মঘাতি উদ্যোগ বন্ধ,বিএনবিসি-২০২০ এর বিতর্কিত ধারা-উপধারা সংশোধন,ছাত্র শিক্ষক ও পেশাজীবীদের পেশাগত সমস্যা সমাধান এবং ডিগ্রী ইঞ্জিনিয়ারদের সংগঠন আইইবি’র ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পিরোজপুর পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ পিরোজপুর জেলা শাখার আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগ্রাম পরিষদ পিরোজপুর জেলা শাখার আহবায়ক ও পিরোজপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ ফেরদৌস আরেফিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেনিক আইডিইবি’র সাধারন সম্পাদক ও সার্ক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফোরামের সেক্রেটারী জেনরেল প্রকৌশলী মোঃ শামসুর রহমান,বিশেষ অতিথি প্রকৌশলী মোঃ মিজানুর রহমান সহ-সভাপতি,বরিশাল অঞ্চল,কেনিক আইডিইবি,বিশেষ অতিথি প্রকৌশলী নুর নবী ছাত্র বিষয়ক সম্পাদক,কেনিক আইডিইবি, প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম সাধারন সম্পাদক,বাপিডিপ্রকৌস.প্রকৌশলী মুঃ তারিক হোসেন সহকারী প্রকৌশলী সওজ সভাপতি, প্রকৌশলী মোঃ নাজিম উদ্দিন পাটোয়য়ারী সাধারন সম্পাদক প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন,বাংলাদেশ,প্রকৌশলী মোঃ আঃ রহিম সহযোগী সদস্য,কেনিক,আইডিইবি,প্রকৌঃ দেওয়ান মোঃ ইলিয়াস যগ্ম সদস্য সচিব,সংগ্রাম পরিষদ,প্রকৌঃ মোঃ আবদুস সাত্তার নির্বাহী প্রকৌঃ,সাধারন সম্পাদক বিপিএস,কেনিক,প্রকৌঃ এম,এ রব্বানী ফিরোজ সভাপতি আইডিইবি পিরোজপুর জেলা শাখা, প্রকৌঃ মোঃ জিদান আহম্মেদ কাউন্সিলর,০৩নং ওয়ার্ড,পিরোজপুর পৌরসভা ও ছাত্র বিষয়ক সম্পাদক,আইডিইিবি,পিরোজপুর জেলা শাখা। সঞ্চালনা করেন,সংগ্রাম পরিষদ পিরোজপুর জেলা শাখার আহবায়ক ও আইডিইবি পিরোজপুর জেলা শাখার সাধারন সম্পাদক গাজী নজরুল ইসলাম।