বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:০৭ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিন উপলক্ষে পিরোজপুরে প্রীতি ফুটবল ম্যাচ

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষ্যে পিরোজপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় শেখ রাসেল ক্রীড়া চক্রের আয়োজনে এবং জেলা যুবলীগ নেতা ও শেখ রাসেল ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুমন এর সার্বিক তত্ত্বাবধায়নে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ শেষে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ. কে. এম. এ. আউয়াল। অনুষ্ঠানে জেলা যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর মুজিব অভিসহ স্থানীয় রাজনৈতিক ও ক্রীড়ানুরাগীবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় দুটি দল অংশগ্রহন করে এবং পিরোজপুর নিউ বয়েজ স্পোর্টিং ক্লাব ৪-৩ গোলে মঠবাড়িয়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।

শেয়ার করুন

© All rights reserved © 2017 gramersamaj.com
Design & Developed BY NCB IT