বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:২৫ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন উপলক্ষে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার : পিরোজপুরে সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এ কে এম এ আউয়াল।
পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা’র সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুমন সিকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলাহাজ¦ মজিবুর রহমান খালেক, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, জেলা যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর মুজিব অভি সহ জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।
প্রধান অতিধি পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এ কে এম এ আউয়াল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে দক্ষিনাঞ্চল সহ সারা বাংলাদেশের যে পরিমানে উন্নয়ন হয়েছে অন্য কেউ এত উন্নয়ন করতে পারেনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ দেশে নিরাপদ আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করুক।
আলোচনা সভা সভা শেষে দোয়া ও মাহাফিল অনিুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এ কে এম এ আউয়াল। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সকল সদস্যদের সুস্থ্যতা কামনায় এবং জাতির পিতা বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

শেয়ার করুন

© All rights reserved © 2017 gramersamaj.com
Design & Developed BY NCB IT