মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৫ পূর্বাহ্ন
পিরোজপুরে ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম এর পৌর কমিটি গঠিত হয়েছে। শুক্রবার বিকালে পিরোজপুর পৌরসভা মিলনায়তনে ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম এর জেলা নির্বাহী পরিষদের আয়োজনে এক সভার আয়োজন করা হয়। জেলা নির্বাহী পরিষদের সভাপতি মোঃ শামসুদ্দোহা এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ মামুন শিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা নির্বাহী পরিষদের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সহ-সভাপতি জনাব মো: আসিফ আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক জনাব মোঃ মেহেদী হাসান, অর্থ সম্পাদক জনাব মোঃ ইকবাল হোসেন, সদর উপজেলা আহবায়ক কমিটির সভাপতি জনাব নাজমুল হুদা মিথুন, দপ্তর সম্পাদক এস এম আরিফ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহসিন ফকির, প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মানিক লাল শীলসহ প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার জন্য আমরা একটা মানচিত্র পেয়েছি, স্বাধীন বাংলার বুকে আজ আমরা স্বাধীন ভাবে চলছি। বঙ্গবন্ধু আমাদের অধিকার নিশ্চিত করেছেন, কিন্তু আজ আমরা বৈষম্যের চরম শিখরে পৌছে গেছি। ২০১৫ সালে একটি পে-স্কেল আমরা পেলেও তা ১১-২০ গ্রেডভুক্ত সরকারি চাকুরিজীবীদের জন্য ছিলো একটি সুভংকরের ফাকি। ফলে তারা আজ দিশেহারা। বাজারের সাথে তাদের বেতনের নেই কোনো সংগতি।
তাই নতুন পে-কমিশনসহ ০৮ দফা দাবী তারা উপস্থাপন করে একটি পৌর কমিটি গঠন করা হয়েছে। উন্মুক্ত ভাবে প্রস্তাব ও সমর্থন এর মধ্যমে উক্ত পৌর কমিটির সভাপতি হিসেবে মোঃ নজরুল ইসলাম (পৌরসভা), সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ শহীদুল ইসলাম (জেলা প্রশাসকের কার্যালয়), সহ সভাপতি জনাব মোঃ মাইনুল ইসলাম (জজ কোর্ট), সাধারন সম্পাদক জনাব আখিরুজ্জামন রাজু (জেলা হাসপাতাল), সাংগঠনিক জনাব মোঃ রিয়াজুল ইসলাম( জজ কোর্ট) নির্বাচিত হন।