বুধবার, ১৮ মে ২০২২, ০৯:৫৬ পূর্বাহ্ন
পিরোজপুরে মুজিবশতবর্ষ উপলক্ষে মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।
পিরোজপুর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মুহা. নজরুল ইসলাম সিকদার এর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরন, জেলা শ্রমিকলীগ সভাপতি মোঃ মজনু তালুকদার, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী ফকির, হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন সেখ। সঞ্চালনায় ছিলেন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন গাজি।
সার্বিক পরিচালনায় ছিলেন হুলারহাট বন্দর কমিটির সাধারণ সম্পাদক মোঃ রাজু আহম্মেদ মনা, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হাসানুল কবির ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর ফকির, হুলারহাট একাদশ এর টিম ম্যানেজার মোঃ জামাল হোসেন সেখ, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ আল আমিন সেখ, দেওনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সদস্য মোঃ সাইদুল ইসলাম খান, হুলারহাট সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মোঃ কামাল হোসেন সেখ, ক্রীড়ানুরাগী মোঃ বেলায়েত হোসেন খান, হুলারহাট বন্দর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মামুন খান।
সার্বিক সহযোগিতায় ছিলেন হুলারহাট ফুটবল টিমের কোচ মোঃ রিপন হোসেন সেখ (লাল ভাই), ক্রীড়ানুরাগী মোঃ মিজানুর রহমান খান মিলন, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাহাত সিকদার মুন্না, ক্রীড়ানুরাগী মোঃ টুটুল সরকার। উদ্বোধনী খেলায় হুলারহাট একাদশ ৫-০ গোলে ভাই ভাই একাদশকে পরাজিত করে। এই টুর্ণামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহন করবে।