বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পিরোজপুরে আন্তর্জাতিক খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে জেলা প্রশাসন। শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার, জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক শেখ মশিয়ার রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল বারী প্রমুখ। এ সময় জেলার বিভিন্ন বিভাগের প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।