বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পিরোজপুরে জেলা দাবা লীগের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় জেলা স্টেডিয়াম মিলনায়তনে জেলা দাবা লীগের উদ্বোধন করা হয়।
উদ্বোধক হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীবের সভাপতিত্বে এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খাইরুল হাসানসহ জেলা প্রশাসন, ক্রীড়া সংস্থা, ক্রীড়ানুরাগী ও অংশগ্রহনকারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দাবার মাধ্যমে দূরদর্শিতা ও দুঃচিন্তা দূর হয়। এর মাধ্যমে সমস্যার বিকল্প চিন্তা করা সম্ভব। দাবার মাধ্যমে তরুনরা বুদ্ধিভিত্তিক ধারনার জন্ম দিবে। মূল স্রোতধারায় ধরে রাখায় দাবার বিকল্প নাই। এই খেলার মাধ্যমে মেধার বিকশিত হয়।খেলায় ৮ টি দলের প্রতিটিতে ৬ জন করে প্রতিযোগীরা অংগ্রহন করবে। আগামী ২১ অক্টোবর পুরস্কার বিতরনের মধ্য দিয়ে এ লীগের সমাপ্তি ঘটবে।