মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : দেশের ১৬টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ প্রকল্পের মধ্যে পিরোজপুরে ৪ কোটি ৪৫ লক্ষ টাকা ব্যয়ে ১টির নির্মাণ কাজ শুরু হয়েছে।
পিরোজপুর-গোপালগঞ্জ বাইপাশ সড়কের মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্স এর বিপরীত পাশের্^ এ ভবনটি নির্মাণ করা হচ্ছে। ৪ হাজার ৮০ বর্গফুট ফ্লোর এরিয়ার এ ভবনটির নির্মাণ কাজ আগামী ১ বছরের মধ্যে শেষ করতে হবে। ৫ তলা বিশিষ্ট আর সি সি পাইল ফাউন্ডেশনের এ ভবনের ১ম তলায় সেবা নিতে আসা নাগরিকদের অপেক্ষাগার, রিসিভ কাউন্টার, ডেলিভারী রুম থাকছে। ২য় তলায় অফিস রুম, কনফারেন্স রুম এবং ৩য় তলায় রেকর্ডরুম, ব্যবহারযোগ্য বসবাসের কক্ষসহ অন্যান্য সুযোগ সুবিধা থাকবে।
গণপূর্ত অধিদপ্তর পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী এস.এম. তৌহিদুল ইসলাম জানান, ৫তলা বিশিষ্ট এ ভবনটির ৩য় তলা পর্যন্ত নির্মাণ কাজ ১ বছরের মধ্যে শেষ হবে এবং পরবর্তীতে ৪র্থ ও ৫ম তলা নির্মাণ করা হবে।
পিরোজপুর প্রেস ক্লাবের সদস্য সচিব এ্যাড. রেজাউল ইসলাম শামীম জানান, এ ভবনটির নির্মাণ কাজ শেষ হওয়ার সাথে সাথে শত শত মানুষের ভোগান্তিরও শেষ হবে। মানুষ স্বাচ্ছন্দে পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট বিষয়ক সকল ধরনের সেবা উন্নত পরিবেশে নিতে পারবে। – সূত্র বাসস