বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:১৬ অপরাহ্ন
স্বরুপকাঠী প্রতিনিধি :পিরোজপুরের স্বরুপকাঠী উপজেলায় ক্রিস্টাল মেথ আইচ এবং ইয়াবাসহ সুব্রত শিয়ালী ও বাবুল মীর নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে অভিযান চালিয়ে জেলার স্বরুপকাঠী উপজেলার উত্তর জগন্নাথকাঠি মিন্টু হাওলাদারের চায়ের দোকানের সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১ গ্রাম ক্রিস্টাল মেথ আইচ মাদক উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো সুব্রত শিয়ালী (৩০) পিরোজপুরের কাউখালী উপজেলার কেশরতা গ্রামের নির্মল শিয়ালীর ছেলে এবং বাবুল মীর (৪৫) একই এলাকার আমজাদ মীরের ছেলে।
স্বরুপকাঠী থানার ওসি আবির মোহাম্মদ হোসাইন জানান, স্বরুপকাঠী থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর জগন্নাথকাঠি মিন্টু হাওলাদারের চায়ের দোকানের সামনের রাস্তা থেকে মাদক ব্যবসায়ী সুব্রত শিয়ালী ও বাবুল মীর আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশী করে তাদের সঙ্গে থাকা ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১ গ্রাম আইচ উদ্ধার করে পুলিশ।
ওসি আবির মোহাম্মদ হোসাইন আরো জানান, উভয়ই চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে কাউখালী থানায় মাদক মামলা আছে। এ ঘটনাও তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা হয়েছে।