মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫১ পূর্বাহ্ন
মঠবাড়িয়ায় প্রতিনিধি :পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলায় ‘‘ডাক দিয়ে যাই’’ এনজিও‘র কর্মকর্তাদের বিরুদ্ধে চেক জালিয়াতি করে খলিলুর রহমান নামে এক ব্যবসায়ীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়ায় পৌর শহরের দক্ষিণ বন্দর এলাকায় নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভুক্তভোগী ব্যবসায়ী খলিলুর রহমান এ হয়রানী থেকে রেহাই পেতে ও Ĺণ গ্রহণের অনুকূলে জমাকৃত স্বাক্ষরিত সাদা চেক ফেরৎ পাবার দাবীতে সংবাদ সম্মেলন করেন।
ব্যবসায়ী খলিলুর রহমান জেলার মঠবাড়িয়া উপজেলার বেতমোর ইউনিয়নের বেতমোর রাজপাড়া ইউনিয়নের বেতমোর গ্রামের হোসেন আলীর পুত্র।
ব্যবসায়ী খলিলুর রহমান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলেন, ডাক দিয়ে যাই এনজিওর তিনি একজন নিয়মিত গ্রাহক। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন অংকে ৬ টি Ĺণ গ্রহণ করেন। Ĺণের অনুকূলে এনজিও‘র শর্তানুযায়ী তার স্বাক্ষরিত সাদা চেক ১২ টি ও জামানতকারীর ৬ টি চেক জমা দেন। দীর্ঘ দিনের লেনদেনের সম্পর্কে এনজিওর মঠবাড়িয়া তৎকালীন ম্যানেজার নাজমুল এর ভাগ্নি সাদিয়ার সাথে তার ছেলে নাসির উদ্দিনের আনুষ্ঠানিক ভাবে বিয়ে হয়। কিছু দিন পর তার পুত্রবধূ জনৈক জাহিদের সাথে পরকিয়ায় আসক্ত হয়ে পিরোজপুর একটি আবাসিক হোটেলে রাত যাপন করে। পরে রাত্রি যাপনের নগ্ন ছবি তার ছেলে নাসির উদ্দিনের ইমুতে পাঠিয়ে দেয়। বিষয়টি মঠবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়রের মধ্যস্থতায় মিমাংসা না হলে নাসির উদ্দিন চলতি বছরের ২১ জানুয়ারি তার স্ত্রী সাদিয়াকে রেজিট্রি তালাক দেয়।
ব্যবসায়ী খলিলুর রহমান আরো বলেন, এতে ক্ষিপ্ত হয়ে অর্থনৈতিক ভাবে ক্ষতি করার জন্য সাবেক ম্যানেজার নাজমুল হোসেন ডাক দিয়ে যাই এনজিওর এরিয়া ম্যানেজার শাহ আলম, ব্রাঞ্চ ম্যানেজার মো. জলীল, শাখা হিসাবরক্ষ আউয়াল এর নিকট থেকে তার (খলিলুর রহমান) Ĺণ গ্রহণের অনুকূলে জমাকৃত ওই স্বাক্ষরিত ১ টি সাদা চেক নিয়ে নাজমুলের বোন রেকসোনা এমদাদ এর নাম বসিয়ে ব্যাংক ডিজঅনার করিয়া ১০ লাখ টাকার একটি মামলা করে। এছাড়া বাকি চেকগুলো ডিজঅনার করিয়া তাকে মামলা দেয়ার হুমকি দেয়। নাজমুল বর্তমানে রিক এনজিওতে কর্মরত রয়েছেন।
এক প্রশ্নের জবাবে ব্যবসায়ী খলিলুর রহমান বলেন, তার চেক জালিয়াতির করার অভিযোগে তিনিও ডাক দিয়ে যাই এনজিও কর্মকর্তাদের নামে আদালতে মামলা দায়ের করেছেন।
এ ব্যপারে অভিযুক্ত নাজমুল হোসেন বলেন, মামলা দেয়ার ওই চেকটি এনজিওর নয়। খলিলুর রহমান চেকটি আমার বোন রেকসোনা এমদাদ কে দিয়ে টাকা নিয়েছিল।
ডাক দিয়ে যাই এনজিওর এরিয়া ম্যানেজার শাহ আলম এর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলেও ব্রাঞ্চ ম্যানেজার মো. জলীল বলেন, ব্যবসায়ী খলিলুর রহমানও তাদের নামে মামলা দিয়েছে। তাই আইনের মাধ্যেমে সকল সমাধান হবে। এছাড়া তিনি আর কোন কথা বলতে রাজি হয়নি।