বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:০৮ অপরাহ্ন

হত্যা চেষ্টা মামলায় কদমতলা ইউপি চেয়ারম্যান শিহাব কারাগারে

হত্যা চেষ্টা মামলায় পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শিহাব হোসেন কে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ নং আমলি আদালতের বিচারক মো: ইকবাল মাসুদ এ আদেশ দেন। এ সময় বেনজির হোসেন নামের আরো এক ব্যক্তিকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।
শেখ শিহাব হোসেন (৪৫) পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের চেয়ারম্যান ও একই ইউনিয়নের একপাইজুজখোলা গ্রামের মৃত আব্দুল ওহাব শেখের পুত্র এবং মো: বেনজীর হোসেন (২৭) একই এলাকার মৃত কামরুল শেখের পুত্র।
বাদী পক্ষের আইনজীবী এ্যাড. মানষ কুমার বৈড়াগী জানান, গত ১২ ফেব্রুয়ারী কদমতলা ইউনিয়নে একটি মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় সালেহা বেগম বাদী হয়ে ইউনিয়ন চেয়ারম্যান সহ কয়েকজনকে আসামী করে ১৪ ফেব্রুয়ারী থানায় হত্যা চেষ্টা মামলা করেন। এ মামলায় কদমতলা ইউপি চেয়ারম্যান শেখ শিহাব হোসেন উচ্চ আদালতে জামিনে ছিলেন। কিন্তু উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ার পরও তিনি আদালতে হাজির না হয়ে বৃহস্পতিবার আদালতে হাজির হলে আদালতের বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। এ সময় একই মামলার আসামী বেনজির হোসেন নামের আরেক জনকেও জামানি না মঞ্জুর করে আদালতে প্রেরণ করা বিচারক।

শেয়ার করুন

© All rights reserved © 2017 gramersamaj.com
Design & Developed BY NCB IT