শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৮ অপরাহ্ন

শিরোনাম
পিরোজপুরে চাঞ্চল্যকর তিন হত্যা মামলার রহস্য উদঘাটন : আসামীদের গ্রেফতার জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে পিরোজপুরে গাছ লাগালো সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিরোজপুর বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত কোন বিদেশী শক্তির কাছে পরাজয় মানবে না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা — সাবেক এমপি এ কে এম এ আউয়াল পিরোজপুরে শিক্ষার্থীদের সাথে বাল্য বিবাহ ও ডেঙ্গুর প্রাদূর্ভাব সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় পিরোজপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ পিরোজপুরে অনগ্রসর জনগোষ্টির জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ পিরোজপুরে নিরাপদ পানি পান ও হাত ধোঁয়ার পাইপ ওয়াটার সাপ্লাই সিস্টেম উদ্বোধন পিরোজপুরে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা মহিলা আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকীতে পিরোজপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মঠবাড়িয়ায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা : আহত- ৪

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় রাহাত হাওলাদার নামে এক এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার রাত ৯ টার দিকে জেলার মঠবাড়িয়া উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নের টিয়ারখালী এরাকায় এ ঘটনা ঘটে ।
নিহত রাহাত হাওলাদার (২০) জেলার মঠবাড়িয়া উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নের গুলিশখালী গ্রামের শাহ আলম হাওলাদারের পুত্র এবং সে হলতা গুলিশাখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।
নিহত রাহাতের বাবা শাহ আলম জানান, শনিবার রাতে রাহাত টিয়ারখালী এলাকায় একটি ফুলবল খেলা দেখে বন্ধুদের সাথে বাড়ি ফিরছিল। এ সময় ইউনিয়নের টিয়ারখালীর নামক স্থানে তাদের উপর হামলা চালায় দুর্বৃত্ত্বরা। রাহাতসহ ৫ জনকে কুপিয়ে জখম করে হামলাকারীরা। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রাহাতকে মৃত ঘোষনা করে। আহত ৩ জনকে বরিশাল প্রেরন করা হয়েছে এবং ১ জন মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে । এর মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।
অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহিম জানান,নারী ঘটিত প্রেমের বিষয় নিয়ে ছেলেদের মধ্যে দ্বন্দ হয় এবং তা নিয়ে কোপাকুপি হয়েছে।এত রাহাত নামে একজন নিহত ও ৪ জন আহত হয়েছে ।আহতদের মধ্যে ৩ জনকে বরিশাল পাঠানো হয়েছে। হামলাকারীদের আটকের চেষ্টা করছে পুলিশ।

শেয়ার করুন

© All rights reserved © 2017 gramersamaj.com
Design & Developed BY NCB IT