বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:৩৯ অপরাহ্ন
রাঙামাটির কাউখালী উপজেলার জেবাছড়ি ইউনিয়নে আজ সোমবার ভোরে প্রায় ৫ একর গাঁজার বাগান ধ্বংস করেছে চট্টগ্রামের র্যাব-৭। এর বর্তমান বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। এসময় বাগান মালিক জ্যোতিময় চাকমাকে (৩৬) আটক করে র্যাব সদস্যরা। এ তথ্য নিশ্চিন্ত করেছেন চট্টগ্রাম র্যাব-৭ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল এম এ ইউসুফ।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রায় ৫ একর জমির গাঁজার বাগান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এসময় গাজা চাষী জ্যোতিময় চাকমাকে আটক করা হয়।
চট্টগ্রাম র্যাব-৭ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল এম এ ইউসুফ জানান, বাগান মালিকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।