মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৮ পূর্বাহ্ন
স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় পিরোজপুর জেলা পুলিশে ২ নারী সহ ২৩ কনেস্টবল নিয়োগ দিয়েছে পুলিশ বিভাগ। এর মধ্যে সাধারণ কোটায় ১৩ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৬ জন, পুলিশ পোষ্য কোটায় ১ জন, আনসার সদস্য কোটায় ১ জন এবং নারী কোটায় ২ জন প্রাথমিক ভাবে নির্বাচিত হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা পুলিশ লাইন্সে এক ব্রিফিং এ কথা জানান পুলিশ সুপার মোহাম্মাদ সাইদুর রহমান। পুলিশ সুপার জানান, নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ার পর যাতে করে দালাল বা মধ্যস্বত্ব ভোগির কবলে কেউ না পরে এ জন্য এলাকায় মাইকিং করা, মসজিদে মসজিদে গিয়ে নামাজের সময় মানুষকে জানানো, এবং স্থানীয় পত্রিকা সমুহে প্রচার করে সম্পূর্ণ স্বচ্ছ ভাবে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি বলেন, শারিরিক, মানসিক ভাবে সক্ষম এবং মেধাবীদেরকেই নিয়োগ দেয়া হয়েছে।
এক প্রশ্নের উত্তরে পুলিশ সুপার জানান, ৮শত জন পুরুষ এবং ১ শত জন নারী প্রার্থী আবেদন করলেও বাছাই পর্বে ৬ শত ৯৪ জন উপস্থিত হয়। বিভিন্ন পরীক্ষা নিরিক্ষার মধ্য দিয়ে এবং লিখিত পরীক্ষা শেষে ৫৩ জন উত্তির্ণ হয়। আইজিপি র নির্দেশনা অনুযায়ী ৭টি স্থরের বাছাই প্রক্রিয়া শেষে ২ জন নারী সহ ২৩ জনকে প্রাথমিক ভাবে এবং অপেক্ষামান হিসেবে আরও ৫ জনকে চুড়ান্ত করা হয়েছে। এর পরে ডাক্তারী পরীক্ষা এ পুলিশ ভেরিফিকেশন শেষে তাদেরকে চুড়ান্ত নিয়োগ দেয়া হবে।
পরে নির্বচিত ২৩ সদস্যকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরন করেন পুলিশ সুপার মোহাম্মাদ সাইদুর রহমান।