শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
বিলুপ্তপ্রায় শীতল পাটি শিল্পকে বাঁচিয়ে রাখতে রূপালী ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋন বিতরন পিরোজপুরে রূপালী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত পিরোজপুরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত পিরোজপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত বরিশাল বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা সামনে রেখে একাউন্টিং বিভাগে ধর্মীয় আয়োজনে বিধি নিষেধ পিরোজপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে জেলা প্রশাসকের শুভেচ্ছা প্রদান সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলের তালিকায় বিশ্বে ৬ষ্ঠ যমুনা টেলিভিশন পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত বরিশালে সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ছাত্রলীগের সাবেক নেতা মামুন বিন সাত্তারের দাফন সম্পন্ন

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ও জ¦ালানি তেলের মূল্য বৃদ্ধিতে প্রতিবাদে প্রচারপত্র বিতরণ

নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও জ্বালানি তেলের দাম বাড়ায় দরিদ্র এবং মধ্যবিত্তশ্রেণীর মানুষের জীবনযাত্রা ব্যাপক প্রভাব ফেলছে। অথচ তারা এখনো মহামারির আঘাত কাটিয়ে উঠতে পারেনি এবং মুদ্রাস্ফীতির বিরুদ্ধেও লড়াই করছে সাধারন মানুষ এমন মন্তব্য করেন পিরোজপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন। আজ ১৫ই নভেম্বর সোমবার ৩৬দিন ব্যাপী বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে শহরের ল’প্লাজা মার্কেটে সামনে উক্ত কর্মসূচির উদ্ভোধন করেন আলমগীর হোসেন। পরবর্তীতে তার নেতৃত্বে শহরের বাজার রোড, পৌরসভা রোড, সদর রোড সহ গুরুত্বপূর্ন পয়েন্টে দলীয় লিফলেট বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি নজরুল ইসলাম খান, সিঃ যুগ্ম সাধারন সম্পাদক শেখ শহিদুল্লাহ শহিদ, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, যুগ্ম সাধারন সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার, সহ সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেল, জেলা ছাত্রদলের সিঃ যুগ্ম সাধারন সম্পাদক তানজির রশিদ বাপ্পি ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার সহ নেতৃবৃন্দ। লিফলেট বিতরন শেষে বাজারের মধ্যে এক সংক্ষিপ্ত পদসভায় আলমগীর হোসেন বলেন, এমন অসহনীয় অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে, এদের (বর্তমান সরকার) সরিয়ে দিয়ে সত্যিকার অর্থেই একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আসুন, আমরা সেই লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হই, সবাই রাজপথে নেমে আসি।’ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের দুর্দশার কথা তুলে ধরে আলমগীর হোসেন আরো বলেন, ‘একদিকে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। অন্যদিকে হঠাৎ একলাফে প্রতি লিটারে ১৫ টাকা বাড়িয়ে দিল ডিজেল-কেরোসিনের দাম। ফলে আরও দ্বিগুণ বাড়বে দ্রব্যমূল্য। এখন সাধারণ মানুষ যাবে কোথায়? তাই এখনই সময় ঐক্যবদ্ধ হয়ে ভোটার বিহীন নিশি রাতের অবৈধ সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠা করা। এসময় তিনি দেশনেত্রী বেগম খালেজা জিয়ার সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং তার বিদেশে চিকিৎসা করার জন্য সকল ব্যবস্থা গ্রহনেরও দাবী জানান।

 

শেয়ার করুন

© All rights reserved © 2017 gramersamaj.com
Design & Developed BY NCB IT