মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩০ পূর্বাহ্ন
পিরোজপুরে ছাগল চুরি করে ভুড়ি ভোজ করা নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীদের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন আঃ লায়েক ফরাজী। আজ বুধবার ছাগলের মালিক ভুক্তভোগী আব্দুল লায়েক ফরাজী বাদী হয়ে পিরোজপুর জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ কর্মচারী ও অজ্ঞাত ১০-১২জনকে আসামী করে ওই মামলাটি দায়ের করেন।
মামলার আসামীরা হলেন ওই হাসপাতালের কর্মচারী মো. শাহিন খান (৩২), মো. চমন খান (২৫), মো. পলাশ খান (৩৩) ও মো. বাশার শেখ (৪৫)সহ অজ্ঞাত আরো ১০-১২জন।
মামলার নথি সূত্রে জানাযায়, গত ১৯ নভেম্বর ছাগলের মালিক আব্দুল লায়েক ফরাজী একটি ছাগলটি নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর গেলে আসামীরা তা জবাই করেন। পরে তা হাসপাতালের রান্না ঘরে রান্না করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, চিকিৎসক ও কর্মচারীরা মিলে ভুরি ভোজ করেন। মামলায় আরো উল্লেখ করা হয়, এ বিষয়ে থানায় মামলার জন্য আবেদন করলেও থানা তা এজাহার ভুক্ত না করে মিমাংসার আশ্বাস দিয়ে কাল ক্ষেপন করেন।
ভুক্তভোগী লায়েক ফরাজী বলেন, নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর থেকে তার চুরি হয়ে যাওয়া ছাগলটি স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মী শেখ বাশার সহ ৪ জনে আটক করে জবাই করে। পরে স্থানীয় ঋষির (চামড়া ক্রেতা) কাছ থেকে তার চামড়া উদ্ধার করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মী ওই ছাগলটি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীরা ভুরি ভোজ করেছেন বলে তাাকে তথ্য দেন। এ বিষয়ে থানায় মামলার জন্য আবেদন করলেও থানা তা এজার হিসাবে নেন নি। আদালতে মামলার মাধ্যমে ভুক্তভোগী ন্যায় বিচার পাবে বলে মনে করেন।
তবে এ মামলার বিষয়ে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কারো কোন বক্তব্য পাওয়া যায়নি।