মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪১ পূর্বাহ্ন
পিরোজপুরে শনিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ এর উদ্বোধন করা হয়েছে।পিরোজপুর জেলা স্টেডিয়াম মাঠে বরিশাল জেলা দল বনাম পিরোজপুর জেলা দল মধ্যেকার খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম সেবা।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসক্লাবের কনভেনর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, সাবেক সভাপতি একে আজাদ, জেলা টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চুসহ সরকারী কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় খেলায় সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব।খেলায় বরিশাল জেলা দলকে ২-১ গোলে পরাজিত করে পিরোজপুর জেলা দল।