মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিন উপলক্ষে পিরোজপুরে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সদর উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ শেষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সদর উপজেলা যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লবের সভাপতিত্বে ও পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল করিম মন্টু শিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুমন শিকদার, জেলা যুবলীগ নেতা সাগর সিকদার, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কেএমডি মেজবাহ উদ্দিন সাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌর কবরস্থানের ইমাম ও খতিব মাওলানা মো: মিজানুর রহমান। সভা শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।