গ্রামের সমাজ ডেস্ক
- ২ জানুয়ারী, ২০২২ / ৩৭২ জন দেখেছেন
১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে পিরোজপুরের চুঙ্গাপাশা থেকে অংশগ্রহনকারী বীর মুক্তিযোদ্ধাদের নামের স্মৃতিফলক ও একটি মুক্তিযোদ্ধা চত্বরের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার রাতে সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে চুঙ্গাপাশা এলাকার বাজারে মুক্তিযোদ্ধাদের নামের স্মৃতিফলক ও একটি মুক্তিযোদ্ধা চত্বরের উদ্বোধন করা হয়।
স্মৃতিফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুরে পাকিস্তানী হানাদার বাহিনী কর্তৃক ১ম নিহত শহীদ ওমর ফারুকের বোন ও জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপী।
দূর্গাপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন রতন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মন্নান দরানী, ৩ নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦্ নোমান মৃধা, স্থানীয় সমাজ সেবক জাহাঙ্গীর আলম খান। এসময় স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অনেক ত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে। যাদের ত্যাগের বিনিময়ে আমাদের আজকের এই অর্জন ও আমরা স্বাধীন সার্বভৌম একটি ভ‚খন্ড পেয়েছি তাদের যথাযথ মর্যাদা দিতে হবে। আজকের উদ্বোধনকৃত স্মৃতিফলক ও মুক্তিযোদ্ধা চত্বর বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের মনে রাখতে সহায়তা করবে।