মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৩ পূর্বাহ্ন
পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা গুরুতর আহত হয়েছে। আহত তানভীর আহমেদ হৃদয় (১৭) সদর উপজেলার শংকরপাশা এলাকার আনসার আলী শেখ খোকনের পুত্র।
সোমবার (১০ জানুয়ারী) সন্ধ্যার পরে সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো: মাসুদুজ্জামান।
আহত তানভীর আহমেদ হৃদয় জানান, আজ বিকালে আমাদের কিছু ছোট ভাইদের সাথে সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে করোনা ভ্যাক্সিন দেয়াকে কেন্দ্র করে ও রাজনৈতিক ইস্যু নিয়ে অন্য একটি গ্রুপের একটু ঝামেলা হয়। সেই ঝামেলাকে কেন্দ্র করেই আমার উপরে হামলা করেছে। হামলাকারীরা আমার সাথে তর্কের এক পর্যায়ে আমাকে পিছন থেকে হাতুড়ি দিয়ে এলোপাথারি আঘাত করে। পরে আমার সহপাঠীরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এই হামলার আগে পুলিশ তাদের কাছ থেকে অনেক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। তারা ২০২১, ২২ ও ২৩ সালের এসএসসি পরীক্ষার্থী।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: তন্ময় মজুমদার জানান, হৃদয়কে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মাথায় আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো: মাসুদুজ্জামান জানান, দুগ্রুপের মধ্যে সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে ঝামেলা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং সেখান থেকে পাইপ উদ্ধার করে। এঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে বিষয়টিতে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।