মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৬ পূর্বাহ্ন
পিরোজপুরে ‘অতুলনীয় হযরত মুহাম্মদ (সা.)’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ বইটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এডভোকেট রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সাবেক আহবায়ক গৌতম রায় চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, আরিফ মোস্তফা, সাবেক সহ-সভাপতি খালিদ আবু, লেখক শামীমা শাহীন, চন্দ্রদীপ প্রকাশনীর ব্যবস্থাপনা পরিচালক কে. এম. মোস্তাফিজুর রহমান বিপ্লব। এসময় প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
চন্দ্রদীপ প্রকাশনীর মাধ্যমে লেখিকা শামীমা শাহীনের প্রায় ২৩টি বই ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বলে জানান, চন্দ্রদীপ প্রকাশনীর ব্যবস্থাপনা পরিচালক কে. এম. মোস্তাফিজুর রহমান বিপ্লব। এর মধ্যে উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ,উপন্যাস, কবিতার বই ।