মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৮ পূর্বাহ্ন
পিরোজপুর শহরের বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে গেছে। অগ্নিকান্ডে ডায়মন্ড সুইটমিট, মাসুম বেকারী, রুমী ফটোষ্ট্যাট, গাজী সু স্টোর, প্রিয়াঙ্কা ফটোষ্টাট সহ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
আজ রোববার রাক ৮ টার দিকে পিরোজপুর শহরের শহীদ ওমর ফারুক সড়কে ডায়মন্ড সুইটস্রে দোকান থেকে এ অগ্নিপাতের সূত্রপাত হয়ে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। জেলা প্রশসাক এ সময় তৎক্ষনিক আগুনে ক্ষতিগ্রস্থদের নগদ ১০ হাজার টাকা করে সহযোগীতা হিসেবে প্রদান করেন।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এ বি এম শামসুদ্দোহা জানান, আগুনের খবর পেয়েই শহরে পৌঁছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এ অগ্নিকান্ড নিয়ন্ত্রনের কাজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী ৫টি ইউনিট কাজ করেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত ডায়মন্ড সুইটমিটের দোকান থেকে তবে কিভাবে এ আগুনের সূত্রপাত তা তদন্ত করে বলা যাবে।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: আলী রেজা জানান পুলিশ অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায়। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে তদন্ত করে পরে জানানো হবে। পুলিশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করে গেছে।