মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন
পিরোজপুরে লাইসেন্স না থাকায় ২ করাত মিল মালিককে অর্থদন্ড ও ৭ দিনের সতর্কবার্তা প্রদান করা হয়েছে। অর্থদন্ড প্রাপ্তরা হলেন, পিরোজপুর সদর উপজেলার মুক্তারকাঠী এলাকার মিল মালিক সাইদুল ইসলাম (৪৫) ও খানাখুনিয়ারী এলাকার মিল মালিক মো: হেলাল উদ্দিন।শনিবার রাতে এই মিলগুলোর লাইসেন্স না থাকায় জেলা এসএনএফটিসি প্রশাসনের উপস্থিতিতে অর্থদন্ড ও ৭ দিনের সতর্কবার্তা প্রদান করেন জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) মো: আল এমরান খাঁন। জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) মো: আল এমরান খাঁন জানান, মিলমালিকদের ২জনকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে তাদেরকে আগামী ৭দিনের মধ্যে লাইসেন্স আবেদনের জন্য বলা হয়েছে।