বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:২৩ অপরাহ্ন

পুলিশ মেমোরিয়াল ডে’তে পিরোজপুরে ২৬ শহীদ পরিবারকে সম্মাননা

হাসিবুল হাসান : কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের দেশপ্রেম ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে স্মরণসভায় ২৬ পরিবারকে সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের (পুলিশ সুপার) কমান্ড্যান্ট মোঃ নাজিমুল হক।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন পিপিএম সেবা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিবিআই পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা গৌতম নারায়ন রায় চৌধুরি, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম এম তানভীর আহমেদ,সদর থানার অফিসার ইন চার্জ আ জ ম মাসুদুজ্জামান।
এসময় জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ ও বিভিন্ন সময় কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী ২৬ পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সম্মাননা হিসেবে ২০২১ সালে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী ৩ পুলিশ সদস্যর পরিবারকে নগদ ৫০ হাজার টাকা, ক্রেষ্ট, সনদপত্র ও ২০২০ সালের আগে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী ২৩ পুলিশ সদস্যর পরিবারের সদস্যদের বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। এর আগে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে পুলিশ স্মৃতি স্থম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

শেয়ার করুন

© All rights reserved © 2017 gramersamaj.com
Design & Developed BY NCB IT